সম্মানিয় সূধী,
অত্র এলাকার জনগনের অজ্ঞানতা দূরিকরনের মানসে এবং আধুনিক শিক্ষাপ্রদানের লক্ষ্যে ১৯৯২ সালে শিশুমন নার্সারী স্কুল পথ চলার শুরু করে। আমাদের লক্ষ্য হল যারা পিছিয়ে পড়া
, সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত স্তরের পরিবার তাদের সন্তানদের অতি নুন্যতম অর্থের বিনিময়ে উন্নতমানের যুগোপযোগী শিক্ষা প্রদান করে সফল মানুষ হিসাবে গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে
এই বিদ্যালয় পথ চলার শুরু করে। চলার প্রথম দিকে বিভিন্ন অসুবিধাগুলি কাটিয়ে উঠে আপনাদের দোয়া ও আশীর্বাদে অত্র বিদ্যালয় বিভিন্ন ক্ষেত্রে তার সাফল্যের ধারা অক্ষুন্ন রেখেছে।
তাছাড়া আর্থিকভাবে প্রতিকূল পরিবারের সন্তান সন্ততিদের জন্য রয়েছে বিশেষ আর্থিক সহযোগিতার ব্যবস্থা।
আমাদের লক্ষ্য হল ছাত্র ছাত্রীদের আত্মবিশ্বাস ও স্বাধীনতা বজায় রাখা, আপনাদের সন্তানের শিক্ষনীয় সহায়তা প্রদান করা, যাতে তারা নমনীয় ও স্থিতিশীল যুবক বয়সে এগিয়ে যেতে পারে।
তবে বলা বাহুল্য, এই আমাদের পথ চলার শুরু, গন্তব্য বহুদুরে, বাকি পথ সাফল্যের সাথে অতিক্রমের জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করি।
ধন্যবাদান্তে
পরিচালক
( নুরুদ্দিন আহমেদ )