প্রিয় সূধী,
শিক্ষা একটি প্রক্রিয়া যার দ্বারা একজন ব্যক্তির শরীর মন এবং চরিত্রগঠন ও শক্তিশালী করা হয়। ইহা মাথা মন এবং হৃদয়ের একসঙ্গে আনায়ন ঘটায়। এটি বিভিন্ন পরিবেশ থেকে আসা শিশুকে সশৃঙ্ঘল করার
দায়িত্ব বহন করে। শিশুমনে যে অফুরন্ত সম্ভাবনায় জ্ঞানসম্পদ লুকিয়ে আছে তাজ বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে তাদেরকে সাবলম্বি ও সুনাগরিক করে গড়ে তোলায় মুল লক্ষ্য। তাই বর্তমানে জীবনের সাথে তাল মিলিয়ে নীতি ও
মূল্যবোধ এবং কচি মানের পুর্নাঙ্গ বিকাশ ঘটিয়ে যুগোপযোগী প্রতিযোগী মনোভাবাপন্ন ছাত্র-ছাত্রী হিসাবে গড়ে তোলার উদ্দেশে এই বিদ্যালয় ১৯৯২ সাল থেকে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নতরীর ন্যায় কাজ করে চলেছে।
প্রতিটি শিশুকে আগামী দিনের অলর প্রদীপ, রূপে গড়ে তোলার জন্য ছাত্র-ছাত্রীদের পুথিগত বিদ্যার সঙ্গে সহপাঠক্রমের ও ব্যবস্থা রয়েছে। আমাদের প্রতিষ্ঠানিক লক্ষ্য, সাফল্য ও এগিয়ে যাওয়ার প্রমান্য দলিল্ল এখানে প্রকাশ্য
। আজ সুদীর্ঘ ২৭ বছর ধরে ক্রমন্নয়ে এলাকা বাসিদের প্রতিষ্ঠানিক প্রীতি ছাত্র-ছাত্রীদের শিক্ষানুরাগ - আজ আমাদের এই বিদ্যালয় এতদ অঞ্চলের একটি সপ্রতিষ্ঠান রূপে চিহ্নিত, এমন এক পরিস্থিতিতে
আমি এই কথা গর্বের সাথে বলি, আমাদের সম্মিলিত কর্মপ্রয়াস, নিষ্ঠা ও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা অবিচল।
সুসময়ে আমরা অবিচল, কর্মপ্রয়াসে আমরা নিয়োত অগ্রসর মান - আগামীদিনে এই মন্ত্রই আমাদের প্রতিষ্ঠানকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে, আশা করছি। আর বিদ্যালয়ের ঘরে বাইরে যদি মানুষ গড়ার কারিগর রূপে সিকৃত হয়, তবেই ভববো-
"ধন্যহনং কৃত কৃত্য হহনং সফলং জীবনং মম"
ধন্যবাদান্তে
প্রধান শিক্ষিকা