Co-educational day school for Pre-School through Eighth Grade

Examination System । পরীক্ষা ব্যবস্থা এবং নিয়মাবলী

১) প্রতিটি শিক্ষাবর্ষ তিনটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং বার্ষিক পরীক্ষা।
২) তিনটি পর্ব ব্যতিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা নেওয়া হয়, যাতে ছাত্র-ছাত্রীরা ধারাবাহিক ভাবে পড়াশুনা করতে বাধ্য থাকে।
৩) প্রতি পর্বের পরীক্ষার খাতা দেখানো হবে, প্রত্যেক অভিভাবক / অভিভাবিকাকে বিদ্যালয়ে এসে খাতা দেখতে হবে। খাতা বাড়ি পাঠানো হবে না। সেই দিনই অভিভাবক / অভিভাবিকাকে নিয়ে মিটিং হবে। পরের দিন কোনো ভাবেই খাতা দেখানো হবে না।
৪) তিনটি পর্বের গড় ফলের ভিত্তিতে সারা বছরের সামগ্রিক ফল বিবেচিত হবে। অর্থাৎ বার্ষিক ফলাফল দেওয়া হবে।
৫) অ্যাডিশনাল কম্পোলসারী বিষয়ে(আরবী, কর্ম শিক্ষা, শরীর শিক্ষা এবং চিত্রাঙ্কন) পরীক্ষায় বসা আবশ্যিক।
৬) সারা বছরের সামগ্রিক পরীক্ষায় দুইজন বা তার অধিক ছাত্র-ছাত্রী সমান নম্বর পেয়ে থাকে তবে তাদের উপস্থিতির উপর ভিত্তি করে স্থানাধিকারী করা হবে।
৭) যে সব ছাত্র-ছাত্রী সারা বছরে ৭৫% এর কম উপস্থিতি থাকবে তাদের বার্ষিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
৮) যে দিন যে বিষিয়ের লিখিত পরীক্ষা হবে সেই দিন সেই বিষয়েরই মৌখিক পরীক্ষা হবে।
৯) প্রতি পর্বের পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার ফী এবং সেই মাস পর্যন্ত সম্পুর্ন বেতন পরিশোধ করতে হবে। নচেত কোন মতেই পরীক্ষাই বসতে দেওয়া হবে না।
১০) মার্কশিট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে অনতিবিলম্বে বিদ্যালয় কতৃপক্ষকে জানাতে হবে এবং পুনরায় অনুলিপির জন্য বিদ্যালয় কার্যালয়ে ৫০ টাকা জমা করতে হবে।
১১) প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের মার্কশিট বাড়ি পাঠানো হবে। অভিভাবক / অভিভাবিকাকে নির্দিষ্ট জায়গায় স্বাক্ষর করে তিন দিনের মধ্যে বিদ্যালয়ে জমা করতে হবে।
১২) বার্ষিক পরীক্ষার পর মার্কশিট বিদ্যালয়ে জমা দিতে হবে না।