প্রিয় বাবা মায়েরা,
শিশুমন নার্সারী স্কুলের পক্ষ হইতে আমি আপনাদের উষ্ণ স্বাগত জানাই। আমরা ১৯৯২ সালে শ্রেষ্ঠত্বের সাধনা নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম এবং এখন পর্যন্ত এটি একটি চমৎকার
অভিজ্ঞতা হয়েছে। ২৭ বছর আগে শিশুমন নার্সারী স্কুলটি একটি স্বপ্ন ছিল, যা বাস্তবতায় রূপান্তরিত হয়েছে অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শে এবং শিক্ষক শিক্ষিকাদের কঠোর পরিশ্রমের
অবিচ্ছেদ্দ্য ঘন্টা দিয়ে। আমরা বাবা মায়ের ক্রমবর্ধমান প্রত্যাশা ও মান সম্মত শিক্ষার ক্ষেত্রে Bench Mark স্থাপন করার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান যুগের শিক্ষা জগতের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যালয়ে বিশেষ
Audio Visual এর মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা আছে। আমাদের ধ্রুবক প্রচেষ্টা হল সহানুভূতিশীল, দায়িত্বশীল এবং পরিবেশগত ভাবে সচেতন বিশ্বনাগরিক গড়ে তোলা, যারা দেশের উন্নয়নে
প্রতিশ্রুতিবদ্ধ। বলা আবশ্যক এই প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকার বাসভুমি নয়... কর্মভূমি, বলাই বাহুল্য এই প্রতিষ্ঠান এলাকা বাসির ভিত্তিভূমি, প্রানের দোসর তথা অমূল্য সম্পদ।
ছাত্র ছাত্রীর মূল্যায়ন করে থাকেন শিক্ষক শিক্ষিকাগন আর বিদ্যালয়ের মান মূল্যায়ন করে থাকেন এলাকা বাসিগন। কাজেই অত্র বিদ্যালয়ের মূল্যায়ক এলাকাবাসীর প্রবেশের ছাড়পত্র রয়েছে
সৎ পরামর্শ গ্রহনে - প্রদানে, জানতে - জানাতে। এতোদযাবৎ আম জনতার ইতি বাচক মনভঙ্গি আমাদের ঋনি করে রেখেছে... তারা আপন সন্তান সন্ততি বিদ্যালয় মুখি করে প্রতিষ্ঠানটিকে স্মৃতি সৌধে
রূপান্তরিত করেছেন।
আমাদের এই অসামান্য প্রয়াস আপনাদেরকে এতটুকুও তৃপ্ত করলে নিজেদেরকে ধন্য মনে করবো। আর পরিশেষে বলি আপনাদের প্রতিটি সৎ পরামর্শ ও নির্দেশ সাদরে গৃহিত হবে।
ধন্যবাদান্তে
সম্পাদক
( মোহা সাহাবুদ্দিন )